Site icon Jamuna Television

ধর্ষকের শাস্তির দাবিতে কর্মসূচি পালন ছাত্রলীগের

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সন্ধ্যায় টিএসটিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আলোক প্রজ্বলন করে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।

মোমের আলোয় আঁধার কেটে যাওয়ার প্রত্যাশা। ধর্ষক-নিপীড়কমুক্ত হোক বাংলাদেশ। সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি ধর্ষণ-নিপীড়নের সব ঘটনার বিচার হোক।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমরা অনুরোধ জানিয়েছি ধর্ষকের শাস্তি যেনো সর্বোচ্চ মৃত্যুদণ্ড করা হয়।

এদিকে, ধর্ষণ নিপীড়ন বিরোধী কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, নৈতিক বিপ্লবের মাধ্যমেই আমরা যেনো বাংলাদেশ থেকে ধর্ষণ কার্য দূর করতে পারি।

ইউএইচ/

Exit mobile version