Site icon Jamuna Television

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন, চীনের প্রতি নিন্দা জানিয়েছে ৩৯ দেশ

হংকং-এ নিরাপত্তা আইন এবং উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় চীনের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৩৯ দেশ।

মঙ্গলবার জাতিসংঘে মানবাধিকার বিষয়ক বৈঠকে এ নিন্দা জানানো হয়। এর নেতৃত্ব দেন জাতিসংঘে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত।

বৈঠকে বলা হয়, জিনজিয়াং এ মুসলিম সংখ্যালঘুদের ওপর নিষেধাজ্ঞাসহ তাদের ধর্মীয় স্বাধীনতায় বাধা দিচ্ছে শি জিন পিং সরকার। এছাড়া হংকংএ নিরাপত্তা আইন চালুর মাধ্যমে দমন-পীড়ন চালাতে চায় বেইজিং। চীনে মানবাধিকরার রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

নিন্দা জানানো দেশ গুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ইইউ সদস্য বিভিন্ন দেশ। গেলো কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, উইঘুর মুসলিমদের আটকে রেখে নির্যাতনের ঘটনা।

Exit mobile version