Site icon Jamuna Television

ডিসেম্বরেই এইচএসসি’র ফলাফল ঘোষণা, জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় ভর্তি

আগামী ডিসেম্বরের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আর জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তবে এবছরের এইচএসসি’র ফলাফল শিক্ষার্থীর এসএসসি ও জেএসসি’র ফলাফল গড় করে মূল্যায়ন করা হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর এমনভাবে ফলাফল ঘোষণা করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্টদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েছে সরকার। ফলাফল ঘোষণার জন্য এরইমধ্যে গঠন করা হয়েছে একটি পরামর্শক কমিটি। যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের মূল্যায়ন কিভাবে হবে সেটি জানাবে এই কমিটি। নভেম্বরের মধ্যে সার্বিক মূল্যায়ন জমা দেবেন তারা। আর ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আর জানুয়ারি থেকেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

Exit mobile version