Site icon Jamuna Television

ধর্ষক কোনো পরিচয় বহন করে না, সে কুৎসিত: মাশরাফি

ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়। নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নিজের ফেসবুক পেইজে এমন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, আসুন নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। শুধু মাশরাফি নন, এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমগুলোতে নিজের অবস্থান তুলে ধরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ।

এর আগে সাকিব আল হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদসহ অনেক ক্রিকেটারই ধর্ষণের বিরুদ্ধে স্বোচ্চার হয়েছেন।

Exit mobile version