নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় মাইনুদ্দিন শাহেদ নামের এক আসামিকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বুধবার রাতে তাকে গ্রেফতারের কথা জানায় বেগমগঞ্জ থানা পুলিশ।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।

