Site icon Jamuna Television

করোনামুক্ত হওয়ার আগেই কাজে যোগ দিলেন ডোনাল্ড ট্রাম্প

করোনামুক্ত হওয়ার আগেই কাজে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্তের এক সপ্তাহ পার না হতেই বুধবার ওভাল অফিসে ফেরেন তিনি। অংশ নেন নিয়মিত ব্রিফিংয়ে। এক ভিডিও বার্তায় বেশ সুস্থ বোধ করছেন বলে জানান প্রেসিডেন্ট।

ট্রাম্পের চিকিৎসক শ্যঁ কোনলি জানিয়েছেন, ২৪ ঘণ্টারও বেশি সময় ট্রাম্পের শরীরে কোভিড নাইনটিনের কোনো উপসর্গ দেখা দেয়নি। চার দিন ধরে জ্বর আসেনি। গেলো শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আলাদা করে অক্সিজেনও দিতে হয়নি। সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফেরেন ট্রাম্প।

ট্রাম্প জানান, যে চিকিৎসায় সুস্থ হয়েছেন, প্রত্যেক মার্কিনীকে তা বিনামূল্যে দিতে চান তিনি। এদিকে, করোনা নেগেটিভ হওয়ার আগেই কোভিড আক্রান্ত প্রেসিডেন্টের কর্মক্ষেত্রে ফেরাকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছে বিরোধীরা।

Exit mobile version