Site icon Jamuna Television

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

আজ বৃহস্পতিবার ঢাক উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যান সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রন্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বুধবার তিতাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ড ও তার আশপাশের মাটিকাটা ফলপট্টি থেকে ইসিবি চত্বর পর্যন্ত, মাটিকাটা বাজার এলাকা, পশ্চিম মাটিকাটা ও সংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ নিরসনে লাইন নির্মান ও পুনর্বাসন প্রক্রিয়ার জন্য সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবাসিক, শিল্প ও বাণিজ্যিক সবধরণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Exit mobile version