Site icon Jamuna Television

পরীক্ষা না নেয়া গেলেও লেখাপড়া অব্যাহত রাখতে সরকার চেষ্টা করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

পরীক্ষা না নেয়া গেলেও শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম অলওয়েদার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি হাওড়াবাসীর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে গেছেন যার অংশ হিসেবেই ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম সড়ক। এই সড়ককে মুজিববর্ষে হাওড়বাসীর জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে উপহার হিসেবেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এসময়, শীতকালে করোনার সংক্রমণ বাড়তে পারে সেই পরিকল্পনা মাথায় রেখে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version