Site icon Jamuna Television

এইচএসসিতে অটোপ্রমোশনের সিদ্ধান্ত পুনঃবিবেচনা চেয়ে এক শিক্ষার্থীর লিগ্যাল নোটিশ

জেএসসি ও এসএসসির ফলাফলে গড় বিবেচনায় এনে অটোপ্রমোশনের মাধ্যমে এইচএসসির ফলাফল দেয়ার সরকারি সিদ্ধান্ত পুনঃবিবেচনা চেয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন এক শিক্ষার্থী।

শতাব্দী রায় নামে ওই শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে পরীক্ষার মাধ্যমে এইচএসসির ফলাফল দেয়ার দাবি জানানো হয়েছে। করোনার কারণে পরীক্ষা নেয়া সম্ভব না হলে এইচএসসির টেস্ট পরীক্ষার ফলাফল অনুযায়ী ফলাফল দেয়ার দাবি জানানো হয়েছে সেই নোটিশে।

Exit mobile version