Site icon Jamuna Television

ইনুজরির সাথে লড়াই করে সেমিফাইনালে নোভাক জোকোভিচ

ইনুজরির সাথে লড়াই করেও বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে এই সার্বিয়ান হারিয়েছেন পাবলো বুস্তাকে।

ম্যাচ শুরুর আগেই হাঁটুর ইনজুরিতে পড়েন জোকোভিচ। হাঁটুতে টেপ লাগিয়ে কোর্টে নেমে, প্রথম সেটেই বুস্তার কাছে ৬-৪ গেমে হেরে যান তিনি। কিন্তু দুর্দান্তভাবে পরের সেটেই ফিরে আসেন এই শীর্ষ বাছাই। তুলে নেন ৬-২ গেমের জয়। তৃতীয় সেটেও জয় পেতে সমস্যা হয়নি এই সর্বিয়ানের। এই সেট জেতেন ৬-৩ গেমে। এরপর চতুর্থ সেটে ৬-৪ গেমের জয় তুলে সেমিফাইনালে জায়গা করে নেন জোকোভিচ। সেমিতে তার প্রতিপক্ষ স্টেফানোস সিতসিপাস।

Exit mobile version