Site icon Jamuna Television

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, প্রধান আসামি সাইফুরকে তিন দিনের রিমান্ড

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি সাইফুরকে অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সকালে কড়া নিরাপত্তায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এ হাজির করা হয় তাকে। অস্ত্র মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিন মঞ্জুর করেন। এরআগে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল সাইফুর রহমান। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর তার রুমে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহপরাণ থানায় অস্ত্র আইনে মামলা হয়।

Exit mobile version