Site icon Jamuna Television

বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার

বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। ভোরে চুনারুঘাটের সীমান্তবর্তী কালেঙ্গা বনের টিপড়াপল্লি এলাকায় অভিযান চালিয়ে শামসুদ্দিন সুমনকে গ্রেফতার করে পিবিআই। পরে নোয়াখালীর পিবিআইর কাছে হস্তান্তর করা হয় তাকে।

গতরাতে, এই মামলায় মাইনুদ্দিন শাহেদ নামের আরও এক আসামিকে গ্রেফতারের কথা জানায় বেগমগঞ্জ থানা পুলিশ। এ নিয়ে আলোচিত এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হলো। এর আগে ধর্ষণ মামলায় গ্রেফতার কালামকে গতরাতে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫টি মামলা হয়েছে। এগুলো হলো পর্নোগ্রাফি ও নারী নির্যাতনের দুটি, একটি ধর্ষণ অন্য দুটি অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা।

Exit mobile version