Site icon Jamuna Television

ভিক্ষায় পাওয়া লটারির টিকিটে পেলেন ৫০ লাখ টাকা!

ভিক্ষায় পাওয়া লটারির টিকিটে পেলেন ৫০ লাখ টাকা!

ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্ট। সেখানকার রাস্তাতেই ভিক্ষা করেন চার ব্যক্তি। তাদের সকলেরই বয়স ৩০ এর কোঠায়। সম্প্রতি এক ব্যক্তি তাদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। সেই স্ক্র্যাচকার্ড থেকেই তারা জিতেছেন ৫০ হাজার ইউরো। যা বাংলাদেশী মু্দ্রায় প্রায় ৫০ লাখ টাকা।

ফরাসি লটারি সংস্থা এফডিজে, মঙ্গলবার এই ঘটনার খবর জানিয়েছে। ওই পুরস্কার মূল্য চার জনের মধ্যে ভাগ করে দিয়েছে এফডিজে।

ওই সংস্থার মুখপাত্র বলেছেন, এই পুরস্কার পেয়ে তারা হতবাক হয়ে গিয়েছিলেন। ওই অর্থ কী ভাবে খরচ করবেন, তার কোনও পরিকল্পনা নেই। তারা এই অর্থ দিয়ে শহর ছাড়ার কথা ভাবছেন।

Exit mobile version