Site icon Jamuna Television

জাম্পিং মাকড়সার নীল রঙের আটটি চোখ!

জাম্পিং মাকড়সার নীল রঙের আটটি চোখ!

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা আর্মান্দা ডি জর্জ। বছর দেড়েক আগে বাড়ির পাশে তিনি দেখেছিলেন অদ্ভুত রকমের মাকড়সা। সম্প্রতি নিজের বাড়ির পিছনে সেই মাকড়সাকে আবার দেখেছেন তিনি। নিপুণ ভাবে ক্যামেরাবন্দিও করেছেন। তারপর মাকড়সাকে বোতলবন্দি করে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন প্রকৃতিপ্রেমী আর্মান্দা। খবর- আনন্দবাজার পত্রিকা।

আর্মান্দার ধরা মাকড়সার ছবি নিজেদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে ‘ব্যাকওয়ার্ড জুলজি’।

জানা গিয়েছে, আর্মান্দার বাড়িতে লুকিয়ে থাকা প্রাণীটি জাম্পিং মাকড়সা। আর্মান্দা সেদিন বাড়িতে দু’টি মাকড়সা দেখেছিলেন। কিন্তু দু’টিকে এক সঙ্গে রাখেননি। কারণ, এই মাকড়সা একে অপরকে খেয়ে নেয়। সবথেকে অদ্ভুত হল এই মাকড়সার চোখ। এদের নীল রঙের আটটি চোখ আছে।

মেলবোর্নের মাকড়সা বিশেষজ্ঞ স্কুবার্টের নজরেও এসেছে ওই পোস্টটি। তিনি ওই মাকড়সাটিকে পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন।

এই কাজে সাহায্য করতে পেরে বেজায় খুশি আর্মান্দা। তিনি বলেছেন, আমি প্রকৃতি ভালবাসি। কিন্তু ভাবিনি, এ ভাবে গবেষণার কাজে সাহায্য করতে পারব।

Exit mobile version