Site icon Jamuna Television

দরজার বেল বাজলেও ‘চমকে উঠছেন’ রিয়ার মা-বাবা

দরজার বেল বাজলেও ‘চমকে উঠছেন’ রিয়ার মা-বাবা

ছেলে-মেয়ে জেলে যাওয়ার পর থেকে নিজেরা খুব অসহায় অবস্থায় আছেন বলে জানিয়েছেন রিয়া চক্রবর্তীর মা সন্ধ্যা চক্রবর্তী। রিয়া জামিন পেলেও ছেলে শৌভিক এখনও জেলে। খারিজ হয়ে গেছে তার জামিনের আবেদন। খবর- আনন্দবাজার পত্রিকা।

বুধবার রিয়াকে বাইকুলা জেল থেকে বাড়ি নিয়ে যান তার এক বন্ধু। পরে সন্ধ্যা চক্রবর্তী বলেন, মঙ্গলবার আদালত রিয়া ও শৌভিককে আরও দুই সপ্তাহ জেলে রাখার কথা জানাতেই ওর বাবার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। গত কয়েকমাস ধরে ট্রমায় আছি আমরা। দরজার বেল বাজলেও চমকে উঠছি।

এই ‘যন্ত্রণা’ থেকে কীভাবে মুক্তি পাবে তার মেয়ে? জানেন না সন্ধ্যা দেবী। তবে তিনি মনে করছেন, ‘রিয়া ফাইটার, তাই লড়ে যাবে।’

রিয়ার এক প্রতিবেশী দাবি করেছিলেন, ১৩ জুন সুশান্তের সঙ্গে রিয়ার দেখা হয়েছিল। সেই জল্পনা উড়িয়ে দিয়ে সন্ধ্যা চক্রবর্তী জানান, প্রয়োজনে রিয়া এবং সুশান্তের ফোনের লোকেশন দেখে নেওয়া যেতে পারে।

ওই প্রতিবেশী সুশান্তের অন্ধ ভক্ত ছিলেন বলেও জানান তিনি।

Exit mobile version