Site icon Jamuna Television

বরিশালে শিশু ধর্ষণ মামলায় ৪ শিশুর জামিন

বরিশালের শিশু কর্তৃক শিশু ধর্ষণের মামলায় আদালতের বিচারককে ৪ শিশুর জামিন নিষ্পত্তির আদেশ প্রদান করা হয়েছে।

বিচারপতি মজিবর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামিমের ডিভিশন বেঞ্চ আজ রাত ৯টায় এ আদেশ দেন।

আদালত যশোরের জেলা প্রশাসককে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র হতে এই ৪ জন শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে আজ রাতের মধ্যে তাদের অভিভাবক এর নিকট পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে আদেশ প্রদান করেন।

বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী রোববার ১১ অক্টোবর সকাল ১১ঃ৩০টায় বিচারপতি মজিবর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামিম এর ডিভিশন বেঞ্চে স্বশরীরে উপস্থিত হওয়ার আদেশ প্রদান করেছেন আদালত।

একইসাথে আদালত ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাকেরগঞ্জ থানা এই ৪ জন শিশুকে তাদের অভিভাবকসহ একই তারিখে স্বশরীরে উপস্থিত হওয়ার আদেশ প্রদান করেছেন। ইতোমধ্যে বরিশালের শিশু আদালতের বিচারক এই ৪ জন শিশুর জামিন মঞ্জুর করেছেন।

Exit mobile version