Site icon Jamuna Television

শাহবাগে মহাসমাবেশ আজ

শাহবাগে মহাসমাবেশ আজ

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আন্দোলন হচ্ছে। চলমান এই আন্দোলনকে আরও বেগবান করতে গতকালের আন্দোলন থেকে শাহবাগে আজ মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।

আজকের এই মহাসমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবীসহ নানা পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে গতকাল জানানো হয়েছে।

বৃহস্পতিবার ধর্ষণবিরোধী আন্দোলন চতুর্থ দিনেও মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর ছিল শাহবাগ। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও আন্দোলনকারীরা এসে যোগ দিয়েছিলেন। আন্দোলনকারীরা ধর্ষণের সাথে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।

Exit mobile version