Site icon Jamuna Television

করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

গত মঙ্গলবার ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয় বেলভিউ হাসপাতালে। সবশেষ খবর অনুযায়ী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র। তবে তাকে আরও কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে। খবর- আনন্দবাজার পত্রিকা।

গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে করোনা পরীক্ষা করা হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তার ভক্তরা। বেলভিউ হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রদীপ ট্যান্ডন বলেন, আগের থেকে সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসা চলছে। আরও তিন-চার দিন হয়তো থাকতে হতে পারে।

করোনায় শুটিং বন্ধ ছিল টলিউডে। নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় শুটিং শুরু করেছিলেন। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে কাজ করছিলেন। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। করোনা সংকট দেখা দেওয়ার আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ ছবির শুটিং সম্পূর্ণ করেন তিনি।

Exit mobile version