Site icon Jamuna Television

মা হচ্ছেন পিয়া

মা হচ্ছেন পিয়া

মা হতে চলেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। সেই শুভক্ষণের জন্য আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। বৃহস্পতিবার রাতে ফেইসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি জানান অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পিয়া লেখেন, “ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি।”

এ খবর জানার পর তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন পিয়াকে।

২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। ২০০৭ সালে মিস বাংলাদেশ হিসেবে শোবিজে যাত্রা শুরু জান্নাতুল পিয়ার। এরপর দেশ-বিদেশের একাধিক প্রতিযোগিতায় পুরস্কৃত হন।

সম্প্রতি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন তিনি।

পিয়া অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে চোরাবালি, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অব সামারা, ছিটমহল প্রভৃতি। এছাড়া বিজ্ঞাপন, নাটক, ট্রাভেল শো ও ক্রিকেট সঞ্চালনায় পরিচিত মুখ পিয়া।

Exit mobile version