Site icon Jamuna Television

রাজধানীর নিকুঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম রফিকা রুমা ইতি।

সকালে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুমা সময় টিভির জেষ্ঠ্য ক্রীড়া সাংবাদিক হুমায়ুর কবীর রোজের ছোট বোন। তার স্বামী জামাল জানান, গতকাল তাদের মধ্যে ছোট একটি ঘটনা নিয়ে মনোমালিন্য হয়। এরপর রাত সাড়ে তিনটার দিকে বেলকনিতে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থা পাওয়া যায়। উদ্ধার করে ভোর ৬ টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জানান, ২৭ বছর বয়সী ইতি আত্মহত্যার করার মত না। শাশুড়ি ও ননদ তাকে মানসিক চাপে রাখতো। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায়বিচার চেয়েছে নিহতের পরিবার।

Exit mobile version