Site icon Jamuna Television

এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)

এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আজ শুক্রবার নরওয়ে থেকে ঘোষিত হয় এই পুরস্কার। এবার এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন ২১১ ব্যক্তি ও ১০৭ প্রতিষ্ঠান।

এবছর বেশি আলোচিত ছিল ডোনাল্ড ট্রাম্প। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। জলবায়ু নিয়ে কাজ করা সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ।

বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত একটি শাখা। এটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা। বিশ্ব খাদ্য কর্মসূচির নিজস্ব তথ্যমতে সংস্থাটি প্রতি বছর ৭৫টি দেশে ৮ কোটি লোককে খাদ্য সহায়তা দান করে। সংস্থাটির সদর দপ্তর রোমে অবস্থিত। সারা বিশ্বে এর ৮০টিরও বেশি শাখা আছে। এগুলির মাধ্যমে বিশ্ব খাদ্য কর্মসূচি এমন সব মানুষকে সাহায্য করে যারা নিজেদের জন্য এবং পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উত্‌পাদন কিংবা আহরণ করতে অক্ষম।

Exit mobile version