Site icon Jamuna Television

যেসব ক্যাটাগরিতে ভিসা চালু করলো ভারত

অনলাইন ভিসা সার্ভিস চালু করেছে ভারতীয় হাইকমিশন। তবে এখনই দেয়া হচ্ছে না পর্যটক ভিসা। শুক্রবার ইন্ডিয়া ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়।

ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন। যেসব ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে সেগুলো হলো- মেডিকেল, ব্যাবসা, চাকরী, সাধারণ প্রবেশ, সাংবাদিক, কূটনৈতিক, অফিসিয়াল, আনঅফিসিয়াল।

উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সীমান্ত বন্ধসহ প্রতিটা দেশের সাথে সাথে ভারতও তার ভিসা বন্ধ করে দেয়। এর ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশটিতে প্রবেশের সুযোগ। করোনা প্রাদূর্ভাব কিছুটা কমে যাওয়ার ফলেই পুনরায় ভিসা চালু করলো দেশটি।

Exit mobile version