Site icon Jamuna Television

দলমত নির্বিশেষে সব ধর্ষকের বিচার চাইলো ছাত্রলীগ

দলমত নির্বিশেষে সব ধর্ষকের বিচার চেয়েছে ছাত্রলীগ। সংগঠনের নেতারা বলেছেন, বেছে বেছে বিচার ছাত্রলীগ সহ্য করবে না।

শুক্রবার বিকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সমানে ধর্ষণ-নিপীড়ন বিরোধী বিক্ষোভ ও সমাবেশে তারা এ দাবি জানান।

ছাত্রলীগ নেতারা বলেন, ধর্ষণের বিচারের নামে সরকার পতনের আন্দোলন যারা করছে তারা ষড়যন্ত্রকারী। তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নেতারা বলেন, শুধু ছাত্রলীগ হলেই গ্রেফতার না করে অন্য ধর্ষকদেরও গ্রেফতার করতে হবে।

ইউএইচ/

Exit mobile version