Site icon Jamuna Television

ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে সম্মিলিত ইসলামী দলের বিক্ষোভ ও মিছিল

ধর্ষণের প্রতিবাদে রাজধানীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সম্মিলিত ইসলামী দল। বায়তুল মোকাররম গেটে আয়োজিত এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির ফলে দেশে ধর্ষণের মত ঘৃণ্য ঘটনা বাড়ছে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে পল্টন মোড়ে এসে শেষ করে তারা। এসময় ধর্ষককে সর্বোচ্চ শাস্তি দেবার দাবিও তোলেন আন্দোলনকারীরা। ধর্ষকের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা গেলে ধর্ষণ কমবে বলেও মনে করেন তারা। এক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে বলেও জানান আন্দোলনকারীরা।

এছাড়া সন্তানকে নৈতিক শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

Exit mobile version