Site icon Jamuna Television

শাহরুখ ভেবেছিলেন গৌরী আর বাঁচবে না!

বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রথম সন্তান আরিয়ান। আর আরিয়ান জন্মের সময় শাহরুখ খানের মনে হয়েছিল তার স্ত্রী গৌরি খান আর বাঁচবেন না। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, গৌরীকে হারানোর ভয়ে বাবা হওয়ার আনন্দটাই মাটি হয়ে গিয়েছিল শাহরুখের। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমে ১৯৯৭ সালের সেই স্মৃতি রোমন্থন করে শাহরুখ।

শাহরুখ জানান, গৌরী তখন অন্তঃসত্ত্বা। ছেলে আরিয়ানের পৃথিবীতে আসার দিন গুনছে তার পরিবার। গৌরী ভর্তি হলেন হাসপাতালে। কিন্তু শাহরুখের মনে স্ত্রী হারানোর ভয় জেঁকে বসেছিল।

তিনি বলেন, গৌরীকে চারপাশ থেকে টিউব দিয়ে মোড়ানো ছিল। ও তখন পাগলের মতো ছটফট করছিল আর কাঁপছিল। আমি ওর সঙ্গে অপারেশন থিয়েটারের ভেতর গিয়েছিলাম। ভেবেছিলাম ও আর বাঁচবে না।

শাহরুখ আরও যোগ করেন, সেই সময় আমি আমার সন্তানের কথা ভাবিনি। আমার কাছে গৌরীর যেন কোনো ক্ষতি না হয় সেই ভাবনাটাই গুরুত্বপূর্ণ ছিল। আমি সে সময় জানতাম, সন্তান প্রসবে মায়ের মৃত্যু হয় না। তবুও ভয় পেয়েছিলাম। সব শঙ্কা দূর করে শাহরুখ-গৌরী জুটির কোল আলো করে আসে আরিয়ান। গৌরীও সুস্থভাবেই ঘরে ফেরেন।

আরিয়ান নাম রাখার বিষয়ে শাহরুখ বলেন, এই নাম রাখার পিছনে বিশেষ কোনো কারণ নেই। শুনতে ভালো লেগেছিল। মনে হয়েছিল যখন কোনো মেয়েকে নিজের নাম বলবে, সে মুগ্ধ হবে এই নাম শুনে।

ইউএইচ/

Exit mobile version