Site icon Jamuna Television

চট্টগ্রামে সিএনজি থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় নারীসহ আটক ৮

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় সিএনজি থেকে গৃহবধূকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এক নারীসহ ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সন্ধ্যায় সিএমপির উত্তর বিভাগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই নারী রাঙ্গুনিয়া থেকে সিএনজি যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নেমে রিকশায় আত্মীয়ের বাসায় যাওয়ার পথে তাকে সড়কের পাশে গণধর্ষণ করে আসামিরা।

সিএমপি’র উপ পুলিশ কমিশনার বিজয় বসাক আরও জানান- শুধু তাই নয়, পাশবিক নির্যাতনের পর গৃহবধুকে পেটানো হয়েছে লোহার রড এবং লাঠি দিয়ে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে চাঁন্দগাও থানায় মামলা করেছে ধর্ষণের শিকার ওই নারী।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা এবং কি কারণে তাকে পিটিয়ে আহত করা হয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version