Site icon Jamuna Television

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফরিদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কুচিয়ামারা ব্রিজের উত্তর পাশে এই ঘটনা ঘটে। নিহত ফরিদা বেগম রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার উজ্জ্বল হোসেন জানান, দুপুরে বীরকুৎসা রেলস্টেশনের দক্ষিণে এবং কুচিয়ামারা ব্রিজের কয়েকশ’ গজ উত্তরে ফরিদা বেগম পার্বতীপুরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারেন তিনি। ফরিদা আট মাসের গর্ভবতী ছিলেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

Exit mobile version