Site icon Jamuna Television

করোনা সংক্রমণের সুপারস্প্রেডার হোয়াইট হাউজ: ড. অ্যান্থনি ফাউচি

করোনা সংক্রমণের সুপারস্প্রেডার হোয়াইট হাউজ: অ্যান্থনি ফাউচি

করোনা সংক্রমণের সুপারস্প্রেডার হোয়াইট হাউজ। এমন মন্তব্য করেছেন করোনাভাইরাস বিষয়ক টাস্কফোর্স প্রধান- ড. অ্যান্থনি ফাউচি।

তিনি বলেন, গত মাসে বিচারপতি মনোনয়ন বোর্ডের সভা থেকেই হোয়াইট হাউজের কর্মকর্তাদের মাঝে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। সিবিএস নিউজে দেয়া সাক্ষাৎকারে ফাউচি স্বীকার করেন, স্বাস্থ্যবিধি না মানা এমনকি মাস্ক না পরার কারণেই এই ভয়াবহতা তৈরি হয়েছে।

গেলো ২৬ সেপ্টেম্বর বিচারপতি মনোনয়ন সভার পরের দিন করোনা শনাক্ত হয় মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিক্সের শরীরে। এরপর করোনা শনাক্ত হয় ট্রাম্প দম্পতির। বর্তমানে হোয়াইট হাউজেই চিকিৎসা নিচ্ছেন তারা।

Exit mobile version