Site icon Jamuna Television

শিকল দিয়ে বেঁধে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগে আটক ৩

শিকল দিয়ে বেঁধে মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগে আটক ৩

পাবনার ঈশ্বরদীতে এক মাদ্রাসার ছাত্রকে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মমিন, পিয়ারুল ইসলাম ও শিক্ষার্থী সাব্বির আহম্মেদ। গতকাল সাহাপুরের কদিমপাড়ায় এক মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানান, কিছুদিন আগে মারধরের কারনে মাদ্রাসা থেকে পালিয়ে খালার বাড়িতে যান শিক্ষার্থী মোবারক। গেল বুধবার তাকে বুঝিয়ে আবারও পাঠানো হয় মাদ্রাসায়। এরই জের ধরে মোবারককে লোহার শেকল দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালাতো কর্তৃপক্ষ।

গতকাল শিকল বাঁধা অবস্থায় মাদ্রাসা থেকে পালিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। মোবারকের কোমর থেকে পা পর্যন্ত একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

Exit mobile version