Site icon Jamuna Television

আজও সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় প্রবাসীদের

আজও সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় প্রবাসীদের

টিকিটের জন্য আজও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করছেন সৌদি প্রবাসীরা। ভোর থেকেই সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হয়েছেন তারা।

ভিসার মেয়াদ যাদের শেষের পথে টিকিট দেয়ার ক্ষেত্রে তাদেরকেও দেয়া হচ্ছে অগ্রাধিকার। তবে এর আগে যারা টোকেন নিয়েও টিকিট নিতে পারেনি তারাও টিকিট নিতে পারবেন।

অবশ্য এখন নতুন করে কাউকে টোকেন দেয়া হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রবাসীরা আজও অভিযোগ করেন, সরকারিভাবে অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানো হলেও অনলাইনে তা এখনো হালনাগাদ হয়নি। তারা বলেন, বারবার অটো মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও কার্যত তার কোন ফল তারা পান না। ফলে বাড়তি অর্থ খরচ করে নিজেদেরকেই ভিসা ও আকামা’র মেয়াদ বাড়িয়ে নিতে হচ্ছে বলে জানান সৌদি প্রবাসীরা।

Exit mobile version