Site icon Jamuna Television

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুষ্টিয়ার সদরে আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

সকালে ভবানীপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গেল সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশার সাথে বিরোধ চলছিল স্থানীয় প্রভাবশালী রাশিদুলের সমর্থকদের।

এরই জের ধরে রাশিদুল ও তার সহযোগীরা বাদশা এবং তার লোকজনের বাড়িতে ভাংচুর চালায়। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ করলে আহত হন অনেকে। আহতদের হাসপাতালে নেয়ার পথে ফরিদ হোসেন নামে একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version