Site icon Jamuna Television

কাঁকড়া উদ্ধারে এলো পুলিশ!

কাঁকড়া উদ্ধারে এল পুলিশ!

বাড়িতে কাঁকড়া ঢুকে পড়ায় পুলিশে খবর দিয়েছে এমনটা শুনেছেন?

জার্মানির ফ্রেইবার্গের এক বাসিন্দা বুধবার সেটাই করলেন। কাঁকড়ার আতঙ্কে পুলিশকে ডাকলেন। পুলিশ গিয়ে দেখে ওই বাড়িতে একটি বিশাল কাঁকড়া ঢুকেছে। যা দেখে ভয় পাওয়ারই কথা। প্রায় ১০ ইঞ্চির সেই কাঁকড়াটিকে ওই বাড়ি থেকে সরায় পুলিশ। খবর- আনন্দবাজার পত্রিকা।

জানা গিয়েছে, যে কাঁকড়াটি ওই মহিলার বাড়িতে ঢুকে পড়েছিল সেটি চাইনিজ মিটেন ক্র্যাব। এই প্রজাতির কাঁকড়া আকারে বেশ বড়সড় হয়। এদের সামনের দাঁড়া দু’টিও বেশ বড় আর কালো লোমে ঢাকা। দেখে মনে হয় যেন, হাতে কালো লোমের দস্তানা পরে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এগুলি জার্মানির এই এলাকায় নদীতেই পাওয়া যায়। কিন্তু কারও বাড়িতে ঢুকে পড়ার ঘটনা এই প্রথম। সম্ভবত বাড়ির দরজা খোলা থাকায় সেটি ঢুকে পড়ে। কাঁকড়াটি উদ্ধার করে স্থানীয় এক পশু বিশেষজ্ঞের হেফাজতে রাখা হয়েছে।

Exit mobile version