Site icon Jamuna Television

সরকার দেশে খুন ধর্ষণের বিস্তারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেছে: রিজভী

সরকার দেশে গুম খুন ধর্ষণের মত ঘটনা ভয়াবহ বিস্তারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিএনপিমনা শিক্ষকদের চাকুরিচ্যুতের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

এসময় ভিন্নমতের কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকুরিচ্যুতির কঠোর সমালোচনা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক গবেষণা চুরি করলেও তাদের চাকরি যায় না বলেও অভিযোগ করেন রিজভী। ঢাবি ভিসি সরকারকে খুশি করতে এমন কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

Exit mobile version