Site icon Jamuna Television

খুলনায় তিন জনকে হত্যা মামলায় ৩ আসামির ৫ দিনের রিমান্ড

খুলনার মশিয়ালীতে ৩ জনকে হত্যা মামলায় ৩ আসামিকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন মহানগর ডিবি পুলিশ।

শনিবার দুপুরে মহানগর হাকিম মো. শাহীদুল ইসলামের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর এনামুল হক। শুনানি শেষে আসামিদের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আসামিরা হচ্ছে, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া, তার ভাই মো. মিল্টন শেখ ও রেজওয়ান শেখ রাজু।

গত ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় গুলিতে নিহত হন পাটকল শ্রমিক নজরুল ইসলাম, দিনমজুর গোলাম রসুল ও কলেজছাত্র সাইফুল ইসলাম। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version