Site icon Jamuna Television

উখিয়ার বালুখালী ও জামতলী ক্যাম্পে ১৬ রোহিঙ্গা আটক, রামদা উদ্ধার

উখিয়ার বালুখালী ও জামতলী ক্যাম্পের ১৬ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার দিনের বিভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম।

এদের মধ্যে ৪ জনকে শনিবার সকালে উখিয়ার বালুখালী চেকপোস্ট থেকে ৪টি ধারালো রামদাসহ আটক করা হয়। অপর ১২ জনকে দুপুরে সোনার পাড়া চেকপোস্ট থেকে আটক করা হয়। তারা গত ১ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্পের একটি মারামারির মামলার পলাতক আসামি ছিল। গ্রেফতারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিল। ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বালুখালী ক্যাম্পের জিয়াউর রহমান (৩০), মো. উসমান (৩০), সৈয়দ উল্লাহ (২৮), মো. রফিক (৩০), জামতলী ক্যাম্পের এজাজুল হক (৬০), রহমত উল্লাহ (২৯), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৫), ইয়াচের (২১), উসমান (২১), ইসমাইল (১৬), কবির আহম্মদ (৪০), সুলতান আহম্মেদ (৪০), আইয়ুব সালাম (২৫), আবুল কাশেম (১৮) ও মো. রফিক উল্লাহ (৩০)।

ইউএইচ/

Exit mobile version