Site icon Jamuna Television

হাসপাতাল থেকে ফেরার পর আবারও সমাবেশে ট্রাম্প

হাসপাতাল থেকে ফেরার পর প্রথমবারের মতো সমাবেশে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার, করোনা সংক্রমণ নিয়েই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন হোয়াইট হাউজের বারান্দা থেকে।

আবারও নিজেকে পুরোপুরি সুস্থ বলে দাবি করেন ট্রাম্প। তীব্র সমালোচনা করেন ডেমোক্র্যাটদের। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ জো বাইডেনকে আখ্যা দেন, ‘কমিউনিস্টদের চেয়েও বেশি ডানপন্থি’ বলে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের পর কৃষ্ণাঙ্গদের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন বলেও দাবি করেন।

মহামারি পরিস্থিতিতে করোনা আক্রান্ত প্রেসিডেন্টের এ ধরনের সমাবেশের সমালোচনা করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে করোনাভাইরাসের অস্তিত্ব বিলীন হচ্ছে, ভাষণে এমন দাবি করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত কয়েক দশকে যা হয়নি, আমি তা করেছি। দারুণ এক পরিবর্তন দেখছে সবাই। আগামী চার বছরে আরও দুর্দান্ত কিছু করতে চাই। মার্কিনিদের কাছে হেরে যাচ্ছে চীনা ভাইরাস। আমাদের চিকিৎসাপদ্ধতি আর শক্তিশালী ওষুধ চিরতরে দূর করবে এই ভাইরাসকে।

Exit mobile version