Site icon Jamuna Television

ফ্রান্সের আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫

ফ্রান্সের আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫

ফ্রান্সে মধ্যআকাশে দুটি ছোট আকারের বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকালে এই দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের।

স্থানীয় প্রশাসন জানায়, একটি বিমানের মধ্যে তিনজন পর্যটক ছিলো। অপরটিতে শুধু পাইলট ছিলো। দুর্ঘটনায় দুই বিমানের সবাই নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

প্রত্যাক্ষদর্শীরা বলছে, সংঘর্ষের পরই আগুন ধরে যায়। পরে ফায়ারসার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এনে মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এর আগে ১৯৯৮ সালে দেশটিতে দুই বিমানের সংঘর্ষে প্রাণ যায় কমপক্ষে ১৫ জনের।

Exit mobile version