Site icon Jamuna Television

ট্যাটু এঁকে রোষের মুখে আমির কন্যা ইরা

ট্যাটু এঁকে রোষের মুখে আমির কন্যা ইরা

কিছুদিন আগেই তুরস্ক সফরের জন্য নেটদুনিয়ার একাংশের রোষের মুখে পড়েছিলেন আমির খান। এবার ‘ইসলাম বিরোধী’ কাজের জন্য কট্টরপন্থীদের রোষানলে তার কন্যা ইরা। খবর- সংবাদ প্রতিদিন।

আমির এবং তার প্রথম পক্ষের স্ত্রী রীণা দত্তর মেয়ে ইরা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ইরা। নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। কখনও নাট্য নির্দেশনা দেন, কখনও ফ্যাশনেবল পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেন। নিউ নর্মালে ট্যাটু তৈরি করতে শিখছেন ইরা। প্রথম ট্যাটু তিনি নিজে প্রশিক্ষকের হাতেই এঁকেছিলেন। তার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন আমির কন্যা। ক্যাপশনে লিখেছিলেন ট্যাটু আঁকার শিল্পকে বিকল্প পেশা হিসেবে বেছে নেবেন বলে ভাবছেন।

ইরার আপলোড করা এই ছবি এবং ভিডিও দেখেই ক্ষিপ্ত অনেকে।

তাহিতা সারাসমি নামে একজন লিখেছেন, “প্রার্থনা করেছেন? জানেন না আল্লাহ ট্যাটু অপছন্দ করেন।”

তনভির মাহমুদ নামের আরেকজন আবার লিখেছেন, “আপনি কেমন মুসলিম? ইসলামে ট্যাটু হারাম, জানেন না?”

এমনই মন্তব্য করা হয়েছে ইরার আপলোড করা ছবি ও ভিডিও’র কমেন্টে। অবশ্য ভারচুয়াল জগতের অনেকে আবার আমির খানের মেয়ের পাশে দাঁড়িয়েছেন। তাকে নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচার এবং কাউকে জবাবদিহি না করার পরামর্শ দিয়েছেন তারা।

Exit mobile version