Site icon Jamuna Television

জয় পেয়েছে দুই জায়ান্ট জার্মানি-স্পেন

জয় পেয়েছে দুই জায়ান্ট জার্মানি ও স্পেন। স্প্যানিশরা ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে। আর জার্মানি ২-১ গোলের জয় পেয়েছে ইউক্রেনের বিপক্ষে।

কিয়েভে ইউক্রেন আতিথ্য দেয় জার্মানিকে। যদিও, ২০ মিনিটে সেন্টার ব্যাক ম্যাথিয়াস গিন্টারের গোলে প্রথম লিড পায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৯ মিনিটে ইউক্রেন কিপার জর্জ বুশেনের হাত থেকে বল ফসকে গেলে, ফিরতি বল জালে জড়িয়ে জার্মানির লিড দ্বিগুণ করে লিওন গোরেৎজকা। আর ৭৭ মিনিটে পেনাল্টি থেকে ইউক্রেন এক গোল শোধ দেয়ায় ২-১ গোলের জয়ে তুষ্ট থাকতে হয় জার্মানিকে। ৱ

এদিকে, মাদ্রিদের ডি স্টেফানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লিড নিতে মাত্র ১৪ মিনিট সময় নেয় স্বাগতিকরা। সুইস কিপার ইয়ান সোমারের ভুল পাসের ফায়দা নিয়ে স্পেনকে এগিয়ে দেন সোসিয়েদাদ স্ট্রাইকার মিকেল ওইয়ারজাবাল। তবে এরপর আর ভুল করেননি সোমার। সুইজারল্যান্ড গোলরক্ষকের নৈপুণ্যেই আর গোলের দেখা পায়নি স্পেন।

ইউএইচ/

Exit mobile version