Site icon Jamuna Television

নাদাল-জোকোভিচের মহাযুদ্ধ আজ

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককের ফাইনাল আজ। এই মহাযুদ্ধে সন্ধ্যা ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন নাদালের মুখোমুখি হবে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ।

টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই হলেও ফাইনালে ফেভারিট রাফায়েল নাদাল। রেকর্ড ১২ বার ফ্রেঞ্চ ওপেন জেতা এই স্প্যানিয়ার্ড টুর্নামেন্টটাকে অনেকটা নিজের করে নিয়েছেন। ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতলে নতুন এক কীর্তি গড়বেন নাদাল। ফেদেরারের সমান সর্বাধিক ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বাদ পাবেন এই স্প্যানিয়ার্ড।

এর আগে, এই টুর্নামেন্টের দুই ফাইনালে মুখোমুখি হয়ে দুটিতেই জোকোভিচকে হারিয়েছেন নাদাল। অন্যদিকে একবারের চ্যাম্পিয়ন জোকোর মূল বাধা ইনজুরি। কোয়ার্টার ফাইনাল থেকে ইনজুরির সাথে লড়াই করে কষ্টার্জিত জয়ে ফাইনালে এই সার্বিয়ান।

ইউএইচ/

Exit mobile version