Site icon Jamuna Television

৭১’র ধর্ষকদের বিচার না করায় দেশে ধর্ষণের সংস্কৃতি রয়ে গেছে: নৌ প্রতিমন্ত্রী

৭১-এর ধর্ষকদের বিচার না করার কারণে দেশে ধর্ষণের সংস্কৃতি রয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দুপুরে সচিবালয়ে নৌ প্রধানের সাথে সাক্ষাৎ শেষে তিনি এমন্তব্য করেন। এসময়, ধর্ষণ-নিপীড়ন, ব্যাংক লুটসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ধর্ষকদের জন্য সরকার জিরো টলারেন্স। বিচারের সংস্কৃতি পুরোপুরিভাবে চালু হলে ধর্ষণের ঘটনা কমে আসবে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।

Exit mobile version