Site icon Jamuna Television

এ মাসেই মঙ্গল গ্রহকে সবচেয়ে উজ্জ্বল ও স্পষ্ট দেখা যাবে

অক্টোবরে পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল ও স্পষ্ট দেখা যাবে মঙ্গলগ্রহকে। আগামী ১৪ তারিখ লালগ্রহটি সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে।

সেসময়, পৃথিবী ও মঙ্গল একই সরলরেখায় পৌঁছানোয় ১৬ বছরের মধ্যে সবচেয়ে বড় দেখাবে প্রতিবেশী গ্রহটিকে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, ৬ অক্টোবর থেকেই পৃথিবীর কাছাকাছি মঙ্গল। আমাদের কক্ষপথ থেকে গ্রহটি বর্তমানে ৩ কোটি ৮৫ লাখ মাইল দূরত্বে। তাই, খালি চোখেই দেখা যাচ্ছে রক্তিম গ্রহটিকে। প্রতি দু’বছরে, পৃথিবীর একপাশে সূর্য আর অন্যদিকে মঙ্গলগ্রহ আসে।

নাসা বলছে, ২০৩৫ সাল পর্যন্ত পৃথিবীর খুব কাছাকাছি থাকবে গ্রহটি।

Exit mobile version