Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ রির্পোটার, নেত্রকোণা
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ের হাতে বড় ভাই মো. ইমাম হোসেন (৬৫) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে নেত্রকোনার পূর্বধলার পাইকুড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার পুইকুড়া গ্রামের ইমাম হোসেনের সঙ্গে তার আপন তিন সহোদর আমজাদ হোসেন, আহম্মদ হোসেন ও মোহাম্মদ হোসেনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। রোববার দুপুর একটার দিকে ইমাম হোসেন ও তার ছেলে সোহরাব হোসেন বাড়ির পাশে জঙ্গলে বাঁশ কাটতে যান। এ সময় আমজাদ হোসেন ও আহম্মদ হোসেন তাদের বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আপন সহোদরদের আঘাতে বড় ভাই ইমাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর ইমাম হোসেনের ছেলে সোহরাব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Exit mobile version