Site icon Jamuna Television

শৈলকুপায় সাপের কামড়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে রাসেল হোসেন (২০) নামে এক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের আমজাদ মোল্যার ছেলে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে ছিল শিক্ষার্থী রাসেল। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে সাপে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। পরদিন
রোববার সকাল সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএইচ/

Exit mobile version