Site icon Jamuna Television

নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য বাদ দিয়ে আবার ভিডিও পোস্ট করলেন অনন্ত জলিল

অনন্ত জলিল।

ধর্ষণের জন্য নারীদের খোলামেলা পোশাককে দায়ী করে ভিডিও পোস্ট করার পর সেটি সরিয়ে নিয়েছিলেন অভিনেতা অনন্ত জলিল। তার এই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুুমুল আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে সন্ধ্যায় নারীদের পোশাক নিয়ে করা মন্তব্য বাদ দিয়ে আবার ভিডিওটি পোস্ট করেন অনন্ত জলিল।

আগের ভিডিওতে জলিল আধুনিক নারীদের পোশাকের দিকে ইঙ্গিত করে বলেছেন, এ ধরনের পোশাকের কারণে মানুষ আপনার মুখের পরিবর্তে আপনার শরীর দেখে। তারা অশ্লীল মন্তব্য করে এবং ধর্ষণের কথা চিন্তা করে।

নারীদের ধর্ষণ ও সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই এমন মন্তব্য করে বসলেন তিনি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিওটি পোস্ট করেন অনন্ত জলিল। ৬ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে নারীদেরকে ‘ভাই হিসেবে’ কিছু পরামর্শ দিতে শোনা যায় এই অভিনেতাকে। ভিডিওটি তার স্ত্রী বর্ষার ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছিল। পরবর্তীতে বিতর্কিত অংশ ফেলে দিয়ে ভিডিওটির ৪ মিনিট করে ফেলা হয়েছে।

ভিডিওতে অনন্ত জলিল বলেন, আমার কথাগুলো আজ তিতা মনে হতে পারে। খুব তিতা। কারণ এর আগে আমি কখনোই এ ধরনের কথা বলি নাই। কিন্তু এগুলো সবই সত্যি কথা। কেন এ ধরনের ড্রেস পরতে হবে? এগুলো কি মডার্ন ড্রেস, নাকি অশালীন ড্রেস? মডার্ন হলো শুধু তোমাদের চেহারাটা দেখা যাবে যা আল্লাহ তোমাকে দিয়েছেন। আর বাকি শরীর সব ঢেকে রাখতে হবে।

অনন্ত জলিল বলেন, নারীরা (বাংলাদেশে) অশালীন পোশাক পরেন অন্য দেশের নারী, সিনেমা, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগমাধ্যম দ্বারা অনুপ্রাণিত হয়ে। এ ধরনের পোশাকের কারণে মানুষ আপনার মুখের পরিবর্তে আপনার শরীর দেখে। তারা (নারীদের সম্পর্কে) অশ্লীল মন্তব্য করে এবং ধর্ষণের কথা চিন্তা করে।

অনন্ত জলিল আরও বলেন, আপনারা কী (নারীরা) নিজেকে আধুনিক বলে গণ্য করেন? আপনি যে পোশাকটি পরছেন তা কী আধুনিক নাকি অশ্লীল? একটি আধুনিক পোশাক বলতে কেবল আপনার মুখ দেখানো এবং শালীন পোশাক দিয়ে আপনার শরীর আবৃত থাকা বুঝায় যেটিতে আপনাকে সুন্দর দেখায়।

তিনি বলেন, মুখ ব্যতীত পুরো শরীর আবৃত হয় না এমন যেকোনো পোশাকেই নারীদের ‘অত্যন্ত খারাপ’ দেখায়।

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা আরও বলেন, ছেলেদের মতো টি-শার্ট পরে আপনি রাস্তায় নামবেন এবং যখন সেখানে অসম্মানিত বা ধর্ষিত হয়ে ঘরে ফিরে আসবেন তখন হয় আপনি আত্মহত্যা করতে পারেন অথবা প্রকাশ্যে আপনি মুখ দেখাতে পারবেন না। ‘শালীন’ পোশাক ধর্ষণ সম্পর্কে চিন্তাভাবনা নিবৃত করবে উল্লেখ করে অনন্ত বলেন, আপনি যদি শালীন পোশাক পরেন তাহলে মানুষ আপনাকে শ্রদ্ধার সঙ্গে দেখবে।

তবে ভিডিও’র শুরুতে ধর্ষণকারীদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান অনন্ত জলিল। ধর্ষণ করার আগে পুরুষদের দু’বার ভাবার কথা উল্লেখ করে তিনি বলেন, যদি আপনার স্ত্রী, বোনের সঙ্গে একই ঘটনা ঘটে তাহলে আপনি কী করবেন? তিনি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে ভালোকাজ করে বাঁচার চেষ্টা করতে বলেন।

পরবর্তীতে আপলোড করা ভিডিওতে শুধু পুরুষদের নিয়ে বলা কথাগুলোই রেখেছেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে অনন্ত বলেন, আপনি আমাদের অভিভাবক, আপনি শক্তহাতে এই অমানুষদের জন্য মৃত্যুদণ্ড আইন করে তা বাস্তবায়ন করুন।

Exit mobile version