Site icon Jamuna Television

চতুর্থ দিনের মতো ধর্ষকের গ্রেফতারের দাবিতে অনশনে ঢাবির সেই শিক্ষার্থী

ধর্ষক ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে চতুর্থ দিনের মত অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলনের সাবেক আহবায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ অন্যদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ এনেছেন ওই শিক্ষার্থী।

সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনরত নারী শিক্ষার্থীর দাবি, মামুনকে মূল অভিযুক্ত এবং নুরসহ অন্যান্যদের সহযোগী হিসেবে বিচার করতে হবে। অনশনের চার দিন হয়ে গেলেও এখনো অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষার্থী।

ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে জানান তিনি। ভুক্তভোগীর সঙ্গে সংহতি প্রকাশ করে অনশনে অংশ নিয়েছেন আরও বেশ কয়েক জন নারী শিক্ষার্থী।

ইউএইচ/

Exit mobile version