দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরের শেখপুরা এলাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোতয়ালী থানার পুলিশ একজনকে আটক করেছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জানান, গাওসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ঐ ছাত্রীকে একই এলাকার আমিনুল হকের পুত্র সাগর ধর্ষণ করতে গেলে মেয়েটির চিৎকারে এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ধর্ষককে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়।
এর আগে ২৫ সেপ্টেম্বর ধর্ষক নিজের ফাকা বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করলেও লাজ লজ্জায় কাউকে মেয়েটি কাউকে বলেনি। ধর্ষণে সহযোগিতার অভিযোগে মেয়ের বাবা নূর আলম নামে আরেকজনকে ২য় আসামি করে মামলা দায়ের করেছে।

