Site icon Jamuna Television

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থ্রি হুইলার চালক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত থ্রি হুইলার চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবন্ধীর মা বাদি হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেন। এর পর রাতেই তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যার অগে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রেফতার কৃত ধর্ষকের নাম অহিদুল ইসলাম (৩০)। তিনি গোপালগঞ্জ জেলার রেন্নাবাড়ী গ্রামের শেখ দাউদ আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোলে প্রতিবন্ধী ওই কিশোরীর বাড়ির পাশে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন থ্রি হুইলার চালক।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, শহরের উত্তর পলাশপোল এলাকায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা শনিবার ধর্ষক অহিদুলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় ধর্ষক অহিদুলকে গ্রেফতার করে। অভিযুক্ত অহিদুলকে আদালতে জবানবন্দী গ্রহণ শেষে রোববার কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এর আগে গত শুক্রবার সন্ধ্যার অগে এ ধর্ষণের ঘটনাটি ঘটে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

Exit mobile version