Site icon Jamuna Television

ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

প্রতীকী ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ২৪ বছর বয়সী মামাতো ভাই নয়নের বিরুদ্ধে তার ৪ বছরের ফুফাতো বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছে শিশুটির মা।

ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে শৈলকুপার হরিহরা গ্রামে মামাতো ভাইয়ের বাড়িতে শিশুটিকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে রাতেই থানায় মামলা দায়ের হয়।

শিশুটির মা জানান, নয়ন ও তাদের বাড়ি পাশাপাশি। সে শিশুটিকে কোলে পিঠে করে আদর যত্ন করে আসছে। তবে গত রাত সাড়ে ৭টার দিকে নয়নের বাড়িতে শিশুটি কেঁদে উঠলে তার মা দৌঁড়ে গিয়ে কান্নাকাটি ও পোষাক খোলা অবস্থায় কিছু আলামত দেখতে পায়। তখনই ঘটনা গ্রামের মেম্বার ও পুলিশকে জানানো হয়।

এ ঘটনার পর নয়নকে বাড়িতে পাওয়া যায়নি। নয়ন বিবাহিত এবং সে হরিহরা গ্রামের কৃষক রমেছ মন্ডলের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

তবে নয়নের স্বজনরা দাবি করছে, বাড়ির জমি নিয়ে বিরোধে হঠাৎ করে এমন অভিযোগ এনেছে নয়নের ফুফু অর্থাৎ শিশুটির মা বেলি বেগম।

এদিকে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমির হোসেন জানান, হরিহরা গ্রামের এক শিশুকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ আনা হলে মামলা রেকর্ড হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

Exit mobile version