Site icon Jamuna Television

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আবারও শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স

টুর্নামেন্টের দুই সেরা দলের লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে আবারও শীর্ষে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লির দেয়া ১৬৩ রানের টার্গেট দুই বল হাতে রেখে ছুঁয়ে ফেলে মুম্বাই।

আবুধাবিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি দিল্লি। দলীয় ২৪ রানের মধ্যে সাজঘরে ইনফর্ম পৃথ্বি’শ আর আজিঙ্কা রাহানে। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক শ্রেয়াশ আইয়ারকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শেখর ধাওয়ান। আইয়ার ৩৩ বলে ৪২ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন ধাওয়ান। এই ওপেনারের অপরাজিত ৬৯ রানে ভর করেই মূলত ৪ উইকেটে ১৬২ রান করে দিল্লি।

এদিকে, মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা দ্রুত ফিরলেও ডি কক আর সুরইয়া কুমার ইয়াদভ দাপুটে ব্যাটিং করেন। দুজনই সমান ৫২ রান করে সাজঘরে ফেরার পর মুম্বাইয়ের জয়ের আনুষ্ঠানিকতা সারেন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়া।

ইউএইচ/

Exit mobile version